গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী অভাবনীয় আবিষ্কার নিয়ে ক্ষুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর/২৪) জাগরণী পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৪টি স্টল বসে।
মেলায় প্রযুক্তি উপস্থাপন করেন ‘বিজ্ঞানী গ্যালিলিও’ নামক স্টলের পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থী আল রাফি ও আবিদ হাসান আবিস্কার করে ব্লেডের সাহায্যে সৌরবিদ্যুতের প্যানেল তৈরি এর মাধ্যমে ফ্যান, মোবাইল চার্জ ও লাইটের আলো সরবরাহ সম্ভব। ক্ষুদে বিজ্ঞানী আর রাফি জানায়, এ আবিস্কারের মাধ্যমে আমরা দুর্যোগময় এলাকায় নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব। খরচ কম, বাড়তি ঝামেলা নেই। সাশ্রয়ী হওয়ায় এ প্রযুক্তি ছড়িয়ে দেয়া সম্ভব।
এ স্টলে আরও উপস্থাপন করা হয় দুরবীনশক্তি, পানির সঙ্গে মিশ্রণে পেট্টোল গ্যাসের সাশ্রয়ী ব্যবহার ও পরিকল্পিত আধুনিক বাড়ি, বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন ও বায়োগ্যাস তৈরি। এ দলে আরও অংশ নেয় আলী আশরাফ আলিফ, রাতুল হাসান রামিম, ত্বহা রহমান, সামীউল ইসলাম ফাইয়াজ, আব্দুল আল মুবিন।
অপরদিকে ‘বিজ্ঞান জগদীশ চন্দ্র বসু’র নামের স্টলে ছিলো পরিকল্পিত নগরায়ন, বাতাসের সাহায্যে আবর্জনা সংরক্ষণ ও পরিচ্ছন্ন ক্লাস রুম করার যন্ত্র। এছাড়াও প্রদশনীতে দেখানো হয় পানির বৃদ্ধি’র সঙ্গে নদ-নদীতে বিপদজ্জনক সতর্কের যন্ত্র।
এ গ্রুপে ছিলো ক্ষুদে বিজ্ঞানী আবু নিহাদ মিমসাদ,
মাজহারুল ইসলাম নাফিম, তাসফিক ইসলাম অরণ, সামিউল আবির আদনান, ইফফাজ খান ঝুমান, মোমেন শাহরিয়ার ইউসুফ। বিজ্ঞানী আইনস্টাইন নামক স্টলে ছিলো পানির সঙ্গে পেট্টোল মিশ্রণে চুল্লীতে সাশ্রয়ী পেট্টোল গ্যাস ব্যবহার, কাঁচের মাধ্যমে বড়পর্দায় মোবাইলে স্কিন বড় করে দেখা, পানি বিশুদ্ধকরণ, বাতাসের ওজন, শক্তি ও কার্যকারিতা তুলে ধরা হয়।
এ গ্রুপে দায়িত্ব পালন করেন মাহিনুর খন্দকার রাইয়া, তাহমিদা ইসলাম তৃপ্তি, সাদিয়া ইসলাম মাইশা, ফারিয়া আক্তার, ফাতিন নূর নিহাল।
মেলা স্টলগুলো পরিদর্শন করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাজমা খাতুন, মো. নজরুল ইসলাম, ফারজানা জান্নাত খান, বিদ্যালয়ের পিটিআই কমিটির সভাপতি মনোয়ার হোসেন রনি ও সাংবাদিক মো. রইছ উদ্দিন।