কোটচাঁদপুরে জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমানের বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে কুচক্রিমহল

আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:-

ঝিনাইদহের কোটচাঁদপুরে জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমানের এক বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালাচ্ছে কুচক্রী মহল।

সম্প্রতি  একটি  ওয়াজ  মাহফিলে  প্রধান  অতিথির  বক্তৃতায় বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকা ব্যক্তিদের থানার দালালদের সতর্ক করার জন্য বলেন,থানায় কোনো দালালি চলবে না, দালালি করলে দালালদের খ্যাতা টেনে ছিঁড়ে ফেলবো।

এই বক্তব্যকে কাটিং করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছে কুচক্রী মহল। খ্যাতা টেনে ছিঁড়ে ফেলবো ঘটনাকে (স্যাটা) শদ্বকে ব্যবহার করে বিকৃতি করা হয়েছে।

অধ্যাপক মতিয়ার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামি ঝিনাইদহ  জেলা  শাখার৷ নায়েবে  আমির  ও ঝিনাইদহ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী।

উপজেলার এলাঙ্গী ইউনিয়নের চাঁদপাড়া গ্রামে পৈতৃকভূমি। বর্তমানে তিনি পৌর শহরের মেইন বাস স্ট্যান্ডে স্বপরিবারে বসাবস করেন।

এ ব্যাপারে কথা হয় ওয়াজ মাহফিলের বিশেষ বক্তা খালিদ হাসান বিন শহীদের সাথে। তিনি বলেন, অধ্যাপক মতিয়ার রহমান যখন বক্তৃতা দেন আমি তখন পাশে বসা।

তিনি বলেছেন, খ্যাতা টেনে ছিঁড়ে ফেলবো। তবে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্পষ্ট কিছু ভিডিও যাতে অন্যরকম বোঝা যাচ্ছে।
এসময় কথা হয় অধ্যাপক মতিয়ার রহমানের সাথে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, বিগত সরকারের আমলে আমরা যে জুলুম নির্যাতনের শিকার হয়েছি তাতে থানায় সহযোগিতা করেছে কিছু দালালেরা।

আমি সেই দালালদেরকেই সতর্ক করে বলেছি। কিন্তু আমার জনপ্রিয়তায় ভীতু হয়ে প্রতিপক্ষ বন্ধুরা বিভিন্নভাবে বিভিন্ন কুৎসা রটাচ্ছেন।

আল্লাহ সহায় থাকলে আমার অথবা আমার দলের কোন ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *