জীবননগর অফিস :
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামের এক আওয়ামীলীগ তার পরকীয়া প্রেমিকার ঘরে দিনমজুরকে আপত্তিকর অবস্থায় দেখে তাকে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করেছেন আওয়ামীলীগ নেতা কায়েম খান।
একই নারীর সাথে আওয়ামীলীগ নেতা কায়েম খান ও দিনমজুর সালাউদ্দিনের পরকীয়া সম্পর্কের দ্বন্দ্ব থেকেই এ ঘটনার সৃষ্টি হয়েছে বলে গ্রামবাসীর ধারণা। ঘটনাটি বুধবার রাত ১১ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি মামলা হয়েছে।
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিধিকুন্ডু গ্রামের স্বামী পরিত্যক্তা সেলিনা খাতুনের(২৯) বাড়ীতে রাত ১১ টার দিকে হঠাৎ চিৎকার শুনে কয়েকজন লোকজন ছুটে যায়।
সেখানে গিয়ে তারা দেখতে পান যে,একই গ্রামের মৃত আজিজুল খানের ছেলে আওয়ামীলীগ নেতা কায়েম খান(৫০) হতদরিদ্র আহাদ আলীর ছেলে দিনমজুর সালাউদ্দিনকে(৩৬) এলোপাতাড়ী ভাবে কোপাচ্ছে। এ সময় তাকে কেউ বাঁধা দিতে গেলে সেই ব্যক্তিকেও কোপাতে যাচ্ছে।
বেশ কিছু লোকজন এক সাথে ছুটে গেলে কায়েম খান পারিয়ে যায়। পরে এলাকাবাসী সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শী মোঃ ফজলুর রহমা বলেন,ডাক চিৎকার চেঁচামেচি শুনে আমিও ছুটে যাই এবং দেখি সালাউদ্দিনকে এলোপাতাড়ী ভাবে কায়েম কোপাচ্ছে। কায়েম প্রথমে আমাকে দেখে আমাকেও কোপ মারতে আসে।
আমি তাকে ধমক দেয়ায় ও আশেপাশের লোকজন ছুটে আসায় সে সটকে পড়ে। তখন সালাউদ্দিনকে আমরা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় প্রতিবেশী সুজন হোসেন বলেন,সেলিনা খাতুন একজন স্বামী পরিত্যক্তা। সেলিনা খাতুনের সাথে কায়েম খানের পরকীয়া সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে। তাদের পরকীয়া নিয়ে এলাকায় বেশ কয়েক বার ঝগড়া-বিবাদের সৃষ্টি হয়েছে।
সর্বশেষ বুধবার রাতে সেলিনার ঘরে সালাউদ্দিনকে দেখে কায়েম সহ্য করতে না পেরে তাকে মেরে ফেলার জন্য এলোপাতারি কুঁপিয়েছে। সেলিনা খাতুনের তিন ছেলে ও বাবা-মাকে নিয়ে তার সংসার। সেলিনার সাথে দিনমজুর সালাউদ্দিনেরও পরকীয়া সম্পর্ক ছিল। কিন্তু ব্যাপারটি মেনে নিতে পারেনি কায়েম খান।
আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর্জা হাকিমুর রহমান লিটন বলেন নিধিকুন্ড গ্রামে যে ঘটনা ঘটেছে এটা আমি শুনেছি। ঘটনাটি মুলত: এক নারীর সাথে দু’জন পুরুষের অনৈতিক সম্পর্কের কারণে প্রতিপক্ষ চিন্তা করে তাকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ব্যাপারে একটি নিয়মিত মামলা হয়েছে।