কালিগঞ্জে ১৭০ বোতল ফেনসিডিসহ মাদক ব্যবসায়ী আটক

আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:-

ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার লাউতলা এলাকা থেকে মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৭০ পিচ ফেনসিডিল সহ নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলের দিকে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষ নগর এলাকার শুকুর আলী মন্ডলের ছেলে।

কালিগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপাল সংবাদের ভিত্তিতে উপজেলার কালিগঞ্জ-কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এসময় মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল ও প্রেসারকুকার বক্স তল্লাশি করে ১৭০ পিচ ফেনসিডিল ও তিন হাজার ৩৫০ টাকা নগর অর্থ উদ্ধার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *