জীবননগরে রাইস ট্রান্স প্লানটারের মাধ্যম চারা রোপন কর্মসুচির উদ্বোধন কালে-ডিসি মোহাম্মদ জহিরুল ইসলাম কৃষিতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কারণে কৃষকেরা তার সুফল ভোগ করছেন

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রশাসন ও উপজেলাকৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের  আয়োজনে  ’কৃষিই  সমৃদ্ধি’  এই শ্লোগানকে সামনে রেখে ২০২৪-২০২৫ অর্থ বছরে

কৃষি  পুণর্বাসন  সহায়তা  খাত রবি  মৌসুমে  বোরো  ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের মাধ্যমে ব্লক প্রদর্শণীর রাইস ট্রান্সপ্লানটারের মাধ্যমে চারা রোপন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার  সকাল ১১টার  সময়  জীবননগর  উপজেলার মনোহরপুর মাঠে এ কর্মসুচির উদ্বোধন করা হয়।

চুয়াডাঙ্গা  কৃষিসম্প্রসারণ  অধিদপ্তরের  উপ-পরিচালক  মোঃ মাসুদুর রহমান সরকারের  সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে চুয়াডাঙ্গা  জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে চারা রোপন করেন।

এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জীবননগর  উপজেলা নির্বাহী অফিসার  মোঃ আলামিন ,চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক

দেবাশীষ  কুমার,চুয়াডাঙ্গা  কৃষি  সম্প্রসারন অধিদপ্তরের  অতিরিক্ত প্রকৌশলী আনোয়ার হোসেন পালোয়ান,

জীবননগর  উপজেলা  কৃষি অফিসার  মোঃ  আলমগীর
হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এসএমই কৃষক রাজেদুল ইসলাম,মাসুদুর রহমান স্বপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দিন দিন  কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে।এতে করে কৃষকদের খরচ কম হচ্ছে এবং ফসল উৎপাদন বেশী হচ্ছে ।

আগে ধান লাগানো  থেকে  শুরু করে কাটা পযন্ত কৃষকরা
যে দুর্ভেগের শিকার হতেন। কিন্তু বর্তমানে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কৃষকের সেই দূর্ভোগ এখন আর পোহাতে হয় না।

উক্তঅ নুষ্ঠানটি সার্বিক পরিচালনায় ছিলেন,জীবননগর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা  পাভেল রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *