জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী ঈদগাহ মাঠে এনাম মেডিক্যাল কলেজের স্পন্দন ক্লাবের সহযোগিতায় এলাকার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতের পোষাক বিতরন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের ঈদগা মাঠে মনোহরপুর ইউনিয়নের ৪০০ জন গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল ও শীতের পোষাক বিতরণ করা হয়।
কম্বল ও শীতের পোষাক বিতরন অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক হাজী রজব আলী শান্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
এনাম মেডিক্যাল কলেজের ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. প্রাণ আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্দন ক্লাবের সভাপতি তানবিন রহমান ও সাধারণ সম্পাদক আতিক শরূপ,স্পন্দন ক্লাবের সাবেক সভাপতি ডা.রাকিব খান ও ডা.জাহিদুল ইসলাম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, হাসিব হাসান ,রাশেদ খান নয়ন,সজিব আহমেদ, অভি,মারজান,আসলাম,রাজু প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,এনাম মেডিকেল কলেজেরের শিক্ষার্থী রাফিউল ফাহিম।