জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মারুফদহের বাজার মসজিদের মালিক যখন মসজিদে নামাজে ব্যস্ত,চোর ততক্ষণে মসজিদের সামনে রাখা মোটর সাইকেল নিয়ে চম্পট। ঘটনাটি শুক্রবার জুম্মার নামাজের সময় সংঘটিত হয়েছে।
এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের মারুফদ গ্রামের মৃত রঞ্জু প্রধানের ছেলে আয়ুব হোসেন বলেন,আমার একই গ্রামের শ্যালক রকিবুল ইসলাম পাতা
আমার কালো-লাল রংয়ের ডিসকভার-১০০ সিসি,রেজি:বিহীন মোটর সাইকেলটি নিয়ে মারুফদহ বাজার মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায় করতে যান।
তিনি মোটর সাইকেলটি মসজিদের সামনে রেখে মসজিদে নামাজরত থাকার সুযোগে অজ্ঞাতনামা চোরেরা মোটর সাইকেলটি নিয়ে সটকে পড়ে। পরবর্তীতে নামাজ শেষ করে দেখে যে,মোটর সাইকেলটি
ঘটনাস্থলে নেই।
রায়পুর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সারত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রকিবুল ইসলাম পাতা যখন মসজিদের নামাজরত ছিলেন,তখন চোর সুযোগ বুঝে মোটর সাইকেলটি নিয়ে চলে যায়।
বর্তমানে মোটর সাইকেল যেনতেন ভাবে রাখা বিপদজনক হয়ে পড়েছে। প্রায়ই তো মোটর সাইকেল চুরির খবর পাওয়া
যায়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) শহিদুর রহমান বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ
পাওয়ার সাথে সাথে ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে। অনুসন্ধান চলছে,আশা করছি খুব শিগগিরই ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করা যাবে।