জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রমিত বাংলা পরিষদের আয়োজনে ২০২৫ সালের জন্য তিন কৃতি ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে জীবননগর প্রেসক্লাবে জনাকীর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকতায় চুয়াডাঙ্গার প্রতিথযশা সাংবাদিক আজাদ মালিতা,
শিক্ষায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম ও ক্রীড়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক সময়ের কৃতি ফুটবলার
সিরাজুল ইসলাম সিরাজকে সম্মাননা ক্রেষ্ট, সম্মাননা পত্র ও সার্টিফিকেট তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের
বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান আজাদ। প্রমিত বাংলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ রুহুল আমীন মল্লিকের
সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রমিতবাংলা পরিষদের জীবননগর শাখার সভাপতি এম আর বাবু।
সাংবাদিক মাজেদুর রহমান লিটনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন,সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম ও ভৈরব সাহিত্য সংসদের সভাপতি ডা.ইছাহক আলী।
অনুষ্ঠানে জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাকীবিল্লাহ,
সাংবাদিক মো. আলাউদ্দিন,দৈনিক পশ্চিমাঞ্চালের চিফ রিপোর্টর আহসান আলম,জীবননগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল,
প্রমিত বাংলা পরিষদের জীবননগর শাখার উপাধ্যক্ষ আবুল হোসেন,সাধারণ সম্পাদক মমিন উদ্দিন, প্রধান শিক্ষক সানোয়ার হোসেন,
ভৈরব সাহিত্য সংসদের সহ-সভাপতি কবি ও নাট্যকার আজিজ হোসেন,কবি আজিজুর রহমানসহ সূধী, শিক্ষক, সাংবাদিক,সাহিত্যিক প্রমূখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রমিত বাংলা পরিষদের পক্ষ থেকে প্রতি বছর দেশের বিভিন্ন জেলার গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায়
জীবননগর শাখা প্রতি বছর চুয়াডাঙ্গা জেলার গুণীজনদের সম্মাননা প্রদান করে আসছে।
ইতিপূর্বে প্রমিত বাংলা পরিষদের পক্ষ থেকে সাংবাদিককতায় দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিন,
দৈনিক ইনকিলাবের সাহিত্য সম্পাদক কবি ফাহিম ফিরোজ, দৈনিক সংবাদ সারাবেলার বার্তা সম্পাদক কামাল সিদ্দিকী বাবু,
ছড়াকার আহাদ আলী মোল্লা,
শিক্ষক শওকত আলী মন্টু ও অধ্যাপক ড. মনজুর রহমান
আজাদ এবং ফুটবলার মোজাম্মেল হককে সম্মাননা প্রদান করা হয়।
এ বছর একই ভাবে সাংবাদিকতায় আজাদ মালিতা, শিক্ষায় আবুল হাশেম ও ক্রীড়ায় ফুটবলার সিরাজুল ইসলাম সিরাজকে এ সম্মাননা প্রদান করা হলো।