জীবননগর নিধিকুন্ডুতে কৃষক সালাউদ্দিনকে কুপিয়ে জখম ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল 

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার উপজেলার  উপজেলার  নিধিকুন্ডু  গ্রামে  কৃষক সালাউদ্দিনকে কুপিয়ে জখম করা ও মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে গ্রামবাসীর  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন।মঙ্গলবার বিকাল ৪ টার সময় জীবননগর উপজেলার নিধিকুন্ডু গ্রামবাসীর আয়োজনে নিধিকুন্ডু গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আহত সালাউদ্দিনের  স্বাজন ও গ্রামবাসী অভিযুক্ত কায়েমের সঠিক বিচার  দাবীর  পাশাপাশি  মিথ্যা দায়েরকারী  সেলিনা খাতুনের  মিথ্যা মামলার বিষয়টি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত দাবী করা হয়।
জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের নিধিকুন্ডু গ্রামে নারী কেলেঙ্কারির ঘটনাকে কেন্দ্র করে গত ২ জানুয়ারি  রাতে সালাউদ্দিন  নামের এক কৃষককে
হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করেন একই গ্রামের আওয়ামীলীগ নেতা কায়েম। এ ঘটনায় আহত সালাউদ্দিনের পরিবারের পক্ষ থেকে  জীবননগর  থানায় একটি  মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ মুল হোতা কায়েমকে গ্রেফতার করে। এদিকে কায়েম নিজের অপকম ধামাচাপা
দেয়ার জন্য খয়েরহুদা গ্রামের কাজী  মাহমুদুল  আলমের  মাধ্যমে এক হাজার টাকা দেনমোহর দিয়ে সেলিনার সাথে বিয়ে   করেছেন বলে জানা গেছে।
এদিকে আওয়ামীলীগ নেতা  কায়েম  সেলিনাকে দিয়ে তার বাড়ীতে লুটপাট,আগুন দেয়া ও বাড়ী থেকে জোরপুবক গরু নিয়ে যাওয়ার অভিযোগ তুলে
এলাকার বেশ কিছু মানুষের নামে মিথ্যা মামলা  দিয়ে  ফাঁসিয়ে দেয়ার চেষ্টা  করছে। এ ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *