জীবননগর অফিস:-
রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে সমাহিত হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী। তিনি জেলার দর্শনা থানাধীন দোস্ত গ্রামের ফজর আলী গাজীর ছেলে।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে জীবননগর শহরের হাসপাতাল পাড়ার নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়- বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। পরে তিনি কিডনিসহ নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হন।
গত বছরের ১৭ ডিসেম্বর বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করানো হয়।
২০ ডিসেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে ঢাকা সিএমএইচ হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেয়া হয়।
টানা সাতদিন আইসিইউতে চিকিৎসা নেয়ার পরেও শারীরিক অবস্থার পরিবর্তন না হলে সিএমএইচের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার বাচার আশা ছেড়ে দেন।
পরে নিজ বাড়িতে চিকিৎসা নিতে নিতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী দুই ছেলে, তিন মেয়ে ও নাতি নাতকুড়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ৩টায় পারিবারিক কবরস্থানের সামনে গার্ড অব অনার প্রদানের পূর্বে মরহুম বীর মুক্তিযোদ্ধা
হুরমুজ আলীর সম্মানে পুষ্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার৷ এম সাইফুল্লাহ ও দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর।
পুষ্পমাল্য অর্পণের পর দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনারের পর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা হুরমুজ আলী বৃহত্তর কুষ্টিয়া জেলার অধিনস্ত ৮ নম্বর সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন।