জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম মুন্সী(৪৮) একটি মারামারি মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বুধবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে জামিন নিতে গেলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে
জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।
মামলার বিবরনে জানা গেছে,জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে বাঁকা ইউনিয়ন কৃষক দল নেতা আবু জাফরকে একটি তুচ্ছ ঘটনায় গত বছরের ১৬ আগষ্ট রাত সাড়ে ৭ টার দিকে একই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবুল কাশেম মুন্সীর নেতৃত্বে ১৫-২০ জন মারপিট করে হাত-পা ভেঙ্গে দেয়।
এ ঘটনায় আবু জাফরের ভাই আক্কাস আলী বাদী হয়ে কাশেম মুন্সীসহ ১৫ জনের নাম উল্লেখ করে জীবননগর থানায় একটি
মামলা করেন। সেই মামলায় বিএনপি নেতা আবুল কাশেম মুন্সী এতদিন পলাতক থাকার পর বুধবার জামিনের জন্য আদালতে হাজির হলে আদালত তাকে জামিন না মঞ্জুর করে
জেল হাজতে পাঠিয়ে দেন।