জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের অপরাধে ২৪ জন নারী পুরুষকে আটক করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)সদস্যরা।
বুধবার (৮জানুয়ারি) রাতে জীবননগর ও মহেশপুর উপজেলা সীমান্তে অভিযান চালিয়ে নারী পুরুষসহ ২৪ জনকে আটক করেন বিজিবি সদস্যরা।
আটককৃতদের অধিকাংশই পুরুষ। তাদের মধ্যে ৬ জন নারী, ১৩ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে। আটকৃতরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় হস্তান্তর করা হয়েছে।মহেশপুর ব্যাটালিয়ন (৫৮) বিজিবির দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ২৪ ঘণ্টায় (৫৮) বিজিবির বেশ কয়েকটি টহল দল গোয়েন্দা সংবাদের ভিত্তিতে রাতভর জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্তে এবং মহেশপুর উপজেলার
বাঘাডাংগা, পলিয়ানপুর, খোসালপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে এসব এলাকায় অভিযান চালায় বিজিবি।
অভিযানে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নারী-পুরুষসহ ২৪ জনকে আটক করে বিজিবির সদস্যরা। আটককৃতদের বিরুদ্ধে জীবননগর ও মহেশপুর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করে হস্তান্তর করা হয়েছে।