জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খয়েরহুদা বয়ারগাড়ী সড়কের পাশে শুক্রবার সকাল সাড়ে ১০ টার সময় বাহার আলী দরবার শরিফের শুভ উদ্বোধনও ভিত্তি প্রস্তর করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,প্রখ্যাত বাউল শিল্পী সাংবাদিক মনিরুজ্জামান ধীরু।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি বলেন,ইদানিং কিছু লোক সাধু-গুরু ও সুফি সাধকদের আস্তানা ও দরবারে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করছে।
অনেক জায়গায় তাদের বার্ষিক ওরশ মাহফিলও বন্ধ করে দিচ্ছে। আমরা তাদের বলতে চাই আসুন হামলা-ভাংচুর ও লুটপাট করে কোন লাভ হবে না,বরং আলোচনার মাধ্যমে আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিন।
আমরা সমাজ ও দেশ,-জাতির কোন ক্ষতি করলে বলুন,আমরা বর্জন করব।
মনে রাখবেন বাংলাদেশ বাংলাদেশে ইসলাম প্রচারে গাউস-কুতুব,পীর-মুরশিদ ও মশায়েখরাই অগ্রণী ভুমিকা পালন করেছিলেন।
আসুন আমরা সবাই মিলে একটি সুখি সমৃদ্ধি শান্তিময় বাংলাদেশ গড়ি।