জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা মিনাজপুর মাঠপাড়াবাসীরা সরকার পতিত জমিতে রাস্তা নির্মাণের দাবিতে শুক্রবার বিকালে মানববন্ধন করেছেন।
মানববন্ধনে গ্রামের নারী-পুরুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের দাবী সরকারী জমি দখল করে এক শ্রেণীর মানুষ সেখানে বসতি স্থাপন করছেন।
অন্যদিকে সরকারের সংশ্লিষ্ট দপ্তর আমাদের মালিকানা জমি দখল সেখানে পাকা নির্মাণ করেছেন। একই স্থান দিয়ে সরকার হাইওয়ে সড়ক নির্মাণ শুরু করেছেন।
মানববন্ধনে উপস্থিত যুবক সোহাগের বলেন,আমরা এতদিন জানতাম না যে,সরকারী ভাবে রাস্তার জন্য বরাদ্দকৃত জমি বাদ দিয়ে আমাদের জমিতে রাস্তা নির্মাণ করা হয়েছে।
এখন আমরা বিষয়টি জানতে পেরেছি,তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে আমাদের দাবী নতুন যে রাস্তা নির্মাণ করা হচ্ছে তা রাস্তার মুল জমিতে করা হোক।
বাবুল হোসেন বলেন,রাস্তার জন্য সরকারী জমি পড়ে থাকতে,কেন মালিকানা জমির ওপর রাস্তা করবে? আমরা সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি
বিষয়টি সরজমিনে খতিয়ে দেখে আমাদের জমি ছেড়ে দিয়ে রাস্তার মুল জমিতে নতুন রাস্তা নির্মাণ করা হোক। ২৫-৩০ বছর আগে বাঁকা ব্রিক ফিল্ড থেকে আন্দুলবাড়ীয়া পর্যন্ত রাস্তা নির্মাণ করা হয়।
সে সময় রাস্তার মুল জমি অনেক নিচু হওয়ায় অনেকটা জোর করে আমাদের জমি দিয়ে রাস্তা করা হয়েছিল।
তোফাজ্জেল হোসেন বলেন,আমাদের বৈধ ছেড়ে দিয়ে রাস্তার জমিতেই রাস্তা নির্মাণের দাবী করছি। রাস্তার জমি দখল লোকজন বাড়ী ঘর করে আছেন।আর সরকার আমাদের জমি দখল করে রাস্তা করছে।
এব্যাপারে ঠিকাদার প্রতিষ্ঠান ডেংকো লিমিটেড এর বিরুদ্ধে আমাদের জমিত রাস্তা নির্মাণ না করতে এবং সরকারী রাস্তার মুল জমি দখলদার আক্কাস আলী,
নিয়াকত আলী, মোমিন, জুয়েল, আরশাফুল, আব্দুল জলিল, রফিজ উদ্দিন,
শহিদুল এবং মহিদুলদের উচ্ছেদ করতে চুয়াডাঙ্গা আদালতে একটি মামলা করেছি।
আমরা চাই মালিকানা জমিতে নয়,সরকারী ম্যাপ অনুযায়ী রাস্তা নির্মাণ করা হোক।
এ ব্যাপারে জীবননগর উপজেলা প্রকৌশলীর অধিদপ্তর (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, সেখানে রাস্তা নিয়ে ঝামেলা আছে।
একারণে সেখানকার রাস্তা নির্মাণকাজ বন্ধ রয়েছে। আমরা কাউকে উচ্ছেদ করতে পারব না। বিষয়টি সমাধান না হলে কাজ বন্ধ থাকবে।