বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা এলাকার ছোট শলুয়া গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে সেনা সদস্যরা।
আটককৃতদের নিকট থেকে দুটি চাইনিজ কুড়াল,একটি ২২ মি.মি. রাইফেল,একটি হাঁসুয়া দা এবং দুটি লম্বা ছুরি উদ্ধার করা হয়।
পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ছোট শলুয়া গ্রামে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর একটি চৌকস দল।
অভিযানে সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির অভিযোগে ওই গ্রামের রবিউল ইসলাম, সাজিদুল,বাপ্পি, বাবুল হোসেন ও ইসলামকে আটক করা হয়।
পরে তাদের বিরুদ্ধে আইনি গ্রহণের জন্য দর্শনা থানা পুলিশে হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্পের অ্যাডজুটেন্ট মেজর জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে জানান, আটক যুবকরা চুয়াডাঙ্গায় সন্ত্রাসী কর্মকাণ্ড এবং চাঁদাবাজির জন্য কুখ্যাত।
তাদের আটকের পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।