জীবননগরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ’জ্ঞান বিজ্ঞানে করবো জয়,সেরা হবো বিশ্বময়’’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি  যাদুঘর, ঢাকার সহযোগিতায়  ও উপজেলা  প্রশাসনের  আয়োজনে  সপ্তাহ ব্যাপী জাতীয়  বিজ্ঞান  ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমীন প্রধান অতিথি হিসাবে উপজেলা চত্বরে সকাল ১০ টার সময়  এ মেলার শুভ উদ্বোধন করেন। ৪৬ তম বিজ্ঞান মেলা,নবম বিজ্ঞান অলিম্পিয়াড ও নবম বিজ্ঞান বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিয়োগিতা উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,

জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন,উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মকদুল হাসান,উপজেলা মৎস্য অফিসার জুয়েল শেখ,

উপজেলা আইসিটি অফিসার মাহমুদুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জব্বার প্রমুখ। আলোচনা সভা শেষে মেলার  বিভিন্ন স্টল  ঘুরে দেখেন উপজেলা  নির্বাহী অফিসার  আল আমীন। এসময় উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *