ঝিনাইদহ জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার ব্যাডমিন্টন খেলা করতে গিয়ে মৃত্যু

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

ঢাকার প্রান্তিক ক্রীড়া চক্র ও মগবাজার ক্রীড়া চক্রের সাবেক ফুটবলার, ঝিনাইদহ জেলা টিমের সাবেক ফুটবলার আনিসুল ইসলাম বিপ্লবের মৃত্যুতে গোটা জেলাতে শোকের ছায়া নেমে এসেছে।

গতরাত ১১টার দিকে ঝিনাইদহের পোড়াহাটিতে ব্যাডমিন্টন খেলা করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

ইসলামী বিশ্বঃবিদ্যালয়ের মেধাবী সাবেক শিক্ষার্থী হামদহ স্পোটিং ক্লাবের সভাপতি আনিসুল ইসলাম বিপ্লবের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইদহের হামদহের বাসিন্দা মরহম এসএম দাদ এলাহীর ছোট পুত্র ছিলেন বিপ্লব।
জনপ্রিয় ফুটবলার বিপ্লব তার স্ত্রী, দুই ছেলে মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তিনি ছাত্রজীবনে লেখাপড়ার পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফুটবল খেলা করে তার জনপ্রিয়তা ধরে রাখেন।

এ ছাড়াও ব্যাডমিন্টন খেলা করে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছেন।
তার এই অকাল মৃত্যৃতে বিভিন্ন ক্রিড়া সংগঠন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও তার রুহের মাগফেরাত কামনা করেছেন।
মঙ্গলবার বাদ যোহর সিদ্দিকীয়া কামিল মাদ্রাসাতে জানাযা শেষে কেন্দ্রীয় কবরস্থানে শায়িত করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *