জীবননগর বাঁকায় প্রবাস ফেরত স্ত্রীর নগদ আড়াই লাখ টাকা ও স্বর্ণালংকারসহ স্বামী পরস্ত্রী নিয়ে উধাও

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার  জীবননগর উপজেলার বাঁকা গ্রামে প্রবাস ফেরত স্ত্রীর নগদ আড়াই লাখ টাকাসহ বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে স্বামী পরস্ত্রী নিয়ে উধাও হয়ে গেছে। ঘটনাটি ১০ জানুয়ারি সংঘটিত হয়েছে। এ ঘটনায় প্রবাস ফেরত স্ত্রী বেচারা কোন কুল কিনারা না পেয়ে অবশেষে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকাপুর্বপাড়ার ইসমাইল হোসেনের ছেলে রজব আলীর সৌদি প্রবাসী স্ত্রী মাছুরা খাতুন বলেন,আমি স্বামী-সংসারে উন্নতির জন্য গত দু’বছর আগে সৌদি আরবে যাই।

আমি সেখানে অবস্থান করা কালে জানতে পারি আমার  স্বামী রজব আলী আমার প্রতিবেশী মোতালেব হোসেনের মেয়ে ও
পিয়ারাতলা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী ফতেমা ওরফে ফতের(৩৫) পরকীয়া প্রেমে আসক্ত হয়েছে।

আমি সৌদি আরবে থেকেই তাদেরকে সে পথ থেকে সরে যাওয়ার জন্য বার বার অনুরোধ করি। কিন্তু তারপরও তারা গোপনে পরকীয়া সম্পর্ক অব্যাহত রাখে।

এই অবস্থায় আমি গত ৯ মাস আগে বাড়ীতে চলে আসি। আমি স্বামী রজব আলীকে বার বার বোঝানোর চেষ্টা করি যে,আমাদের ছেলে-মেয়েদের বিয়ে সাদি হয়ে গেছে,তুমি
আর বিপথগামী হয়ে না।

কিন্তু কে শোনে কার কথা তারা চালাতে থাকে তাদের পরকীয়া সম্পর্ক। হঠাৎ করেই গত ১০ জানুয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে আমার স্বামী রজব আলী ও ফতে বাড়ী থেকে বের হয়ে যায়।

তারা দু’জনেই বাড়ীতে ফিরে না আসার কারণে খোঁজাখুজির এক পর্যায়ে জানা যায়,তারা অজানা ঠিকানায় পাড়ি জমিয়েছে। যাওয়ার সময় তারা আমার জমানো আড়াই লাখ টাকাও আমার দুই ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে গেছে।

তাদেরকে খোঁজাখুজি করে কোন সন্ধান না করতে পেরে অবশেষে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি।

বাঁকা ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরিফুল হোসেন আরিফ বলেন,ঘটনা তো শুনছি। তারা কোথা চলে গেছে,তার তো কোন হদিস পাওয়া যাচ্ছে না। খোঁজাখুজি চলছে দেখা যাক কি হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে লিখি অভিযোগ পাওয়ার পর একজন অফিসারকে  বিষয়টি  তদন্ত ভার দেয়া  হয়েছে। তিনি তদন্ত চুড়ান্ত করলেই কেবল জানা যাবে আসল ঘটনাটি কি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *