জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গা জীবননগরে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘শুদ্ধ বানান ও উচ্চারণে ভাষার যত্ন ’বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার সময় জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ৮০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
কর্মশালা পরিচালনা করেন ব্যকরণ মল্লিকা গ্রন্থের লেখক ও ফ্রিল্যান্স শিক্ষক মো. রুহুল আমিন মল্লিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ
মো. মোজাফ্ফর হোসেন,জীবননগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক মিথুন মাহমুদ,
জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা,
সহকারী শিক্ষক আলিমা খাতুন, মাহবুব আরা, মুনিয়া আহমেদ, জেসমিন আরা, সুমাইয়া সিদ্দিকা,
নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মমিন উদ্দিন ও বসুন্ধরা শুভ সংঘের জীবননগর উপজেলা শাখার উপদেষ্টা জহুরুল ইসলাম।
একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার তার বক্তব্যে বলেন, শুভ সংঘের এমন আয়োজন সত্যিই প্রশংসনার দাবীদার। আমাদের দেশের প্রতি ৮ কিলোমিটার অন্তর আঞ্চলিক ভাষার পরিবর্তন লক্ষ্য করা যায়।
শুদ্ধ ভাষা চর্চায় এ কর্মশালা শিক্ষার্থীদের অনেক কাজ দেবে।
জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোজাফ্ফর হোসেন বলেন, বাংলা ভাষার গাঁথুনি মজবুতে এ কর্মশালা শিক্ষার্থীদের ভাষাজ্ঞাণ বাড়াতে সাহায্য করবে।
সাংবাদিক মুন্সী মাহবুবুর রহমান বলেন, ভাষার শ্রীবৃদ্ধিতে বাংলা ভাষার বানান অতি গুরুত্বপূর্ণ।
একজন গুণী ও ব্যকরণবিদ এ কর্মশালা পরিচালনা করায় ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে,বসুন্ধরা শুভ সংঘের এমন আয়োজন ছড়িয়ে পড়ক সর্বত্র সারা দেশময়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা বলেন, বসুন্ধরা শুভসংঘের এ মহতী উদ্যোগ আমাদের বিদ্যালয়কে বেছে নেওয়ায় আমরা কৃতজ্ঞ। আমাদের ছেলে-মেয়েরা এ কর্মশালা উপভোগ করবে এমন শিখবে যা তাদের ভবিষ্যতে কাজে দেবে।
কর্মশালায় অংশ নেয়া বিদ্যালয়ের ছাত্রী উম্মে মারিয়াম জানায় আমরা এ কর্মশালা থেকে অনেক কিছু শিখতে পারলাম। অনেক জটিল শব্দের বানান রীতি আয়ত্ত করতে পেরেছি।
অনুষ্ঠান পরিচালনা করেন শুভ সংঘের উপদেষ্টা ও জহুরুল ইসলাম।
তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে স্বেচ্ছাসেবী সংগঠন ও ব্যক্তি পর্যায় পর্যন্ত সবাইকে এগিয়ে আসতে হবে। বসুন্ধরা শুভ সংঘের এ আয়োজন করতে পেরে ভালো লাগছে।
আজকের কর্মশালা থেকে শিক্ষার্থীরা যা শিখবে তা আজীবন তাদের মনে থাকবে বলে বিশ্বাস করি।
এমন আয়োজন যদি চলতে থাকে আমরা সুশিক্ষার পথে এগিয়ে যাবো। দেশ পাবে শিক্ষিত জাতি।কর্মশালায় অংশ নেয়া সকল শিক্ষার্থীকে সার্টিফিকেট ও স্কেল বিতরণ করা হয়।