আসন্ন মোটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ

প্রতীক বরাদ্দের আগেই পোস্টার ব্যানারে নিজের ইচ্ছে মতো ‘বাঘ মার্কা’ প্রতীক নিয়ে প্রচারের অভিযোগ মোঃ আব্বাস আলীর বিরুদ্ধে।

আসন্ন ৫ ফেব্রুয়ারী ঝিনাইদহের কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর তিনটি থানায় মোটর শ্রমিক ইউনিয়নের ত্রী-বার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনের প্রতীক বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারী,কিন্তু প্রতীক বরাদ্দের পূর্বেই নিজের পছন্দ মতো প্রতীক ‘ বাঘ মার্কা’ ব্যাবহার করে পোস্টার ব্যানার ছাপিয়ে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন মোঃ আব্বাস আলী।

নিজেকে সাধারণ সম্পাদক পদপ্রার্থী দাবি করে প্রতীক বরাদ্দের আগেই ‘বাঘ মার্কায়’ ভোট চাচ্ছেন ও বিভিন্ন স্থানে পোস্টার ব্যানার লাগাচ্ছেন।

সরেজমিনে ব‌্যানার,পোস্টার মারা দেখা যায় এলাঙ্গী বাসস্ট‌্যান্ড কোটচাদপুর রোডসহ বিভিন্ন স্থানে এছাড়াও অনলাইনেও প্রচার করতে দেখা যায়।

তার এই স্বেচ্ছাচারিতায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে অন্যান্য প্রার্থীদের মধ্যে।
নির্বাচনী প্রতীক বরাদ্দের পূর্বেই কোনো প্রার্থী ইচ্ছে মতো প্রতীক নিয়ে পোস্টার ব্যানার ছাপিয়ে প্রচার করতে পারবেন কিনা?

এই বিষয়ে কথা হয় উক্ত নির্বাচনের নির্বাচন কমিশনের দ্বায়িত্বপ্রাপ্ত কমিশনার আজাদ রহমানের সাথে,

তিনি জানান, এটা ঠিক না, আমাদের কাছেও আব্বাসের বিরুদ্ধে অভিযোগ এসেছে তবে তাকে এই বিষয়ে শতর্ক করা হয়েছে,তিনি কোনো ভাবেই প্রতীক বরাদ্দের

পূর্বে নিজের ইচ্ছে মতো প্রতীক নিয়ে অনলাইন বা পোস্টার ব্যানারের মাধ্যমে প্রচার করতে পারেন না, এটা করার কোনো সুযোগ নেই,বিষয়টি আমরা দেখছি।
নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রতীক বরাদ্দ পাবার পূর্বেই ‘বাঘ মার্কা’ নিয়ে প্রচার শুরু করার বিষয়ে কথা হয় মেঃ আব্বাস আলীর সাথে,

তিনি সাংবাদিকদের জানান,আমি পূর্বেও চারবার নির্বাচন করেছি, তখন আমার প্রতীক ছিলো ‘বাঘ মার্কা: তাই হয়ত আমার সমর্থকরা বাঘ মার্কা দিয়ে প্রচার করছে।

তাছাড়া আমি জানিও না কোথায় কারা পোস্টার ব্যানার মেরেছে,এই বিষয়ে আমি অবগত নই।

স্থানীয় শ্রমিকদের দাবি আসন্ন ৫ ফেব্রুয়ারী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরেপক্ষ একটি নির্বাচন।

এই নির্বাচনে যেনো কোনো প্রার্থী পেশি শক্তি বা অন্য কোনো অকৌশলের আশ্রয় না নিতে পারেন সেই দিকে খেয়াল রাখবে সংশ্লিষ্ট নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *