জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর পাথিলা বীজ উৎপাদন খামারের ৬৭ একর জমি দীর্ঘ ১৬বছর পর ফার্ম কর্তৃপক্ষ ভুমিদস্যুদের নিকট থেকে শুক্রবার দুপুরে উদ্ধার করেন।
উপজেলার সুটিয়া ও তেতুলিয়া থেকে এ জমি উদ্ধার করা হয়। ফার্ম কর্তৃপক্ষ উদ্ধার হওয়া জমি বীজ উৎপাদনের জন্য ব্যবহার করবেন।
পাথিলা বীজ উৎপাদন খামার সুত্রে জানা গেছে,এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দত্তনগর বীজ উৎপাদন কৃষি ফার্ম। ৫টি বীজ উৎপাদন কেন্দ্র নিয়ে দত্তনগর কৃষি ফার্ম।
৫ টি বীজ উৎপাদন কেন্দ্রের মধ্যে পাথিলা বীজ কৃষি ফার্মটির অবস্থান জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের পাথিলায়।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় ১৯৬২ সালে ৬০৫ একর জমির ওপর পাথিলা বীজ উৎপাদন খামার গড়ে ওঠে । খামারে ধান, আলু, পাট, গমসহ অন্যান্য ডাল জাতীয় ফসলের বীজ উৎপাদন করা হয়।
স্থানীয় ভূমিদস্যু ও প্রভাবশালীরা সে সময় ক্ষমতাসীন দলের নেতাদের ছত্রছায়ায় থেকে পদ্মগঙ্গা বিল লিজ নেয়ার নামে ১৬ বছর আগে পাথিলা মৌজার ১৩১ দাগে খামারের প্রায় ৬৭.৪ একর জমি নিজেদের দখলে নেয়।
জমি দখলে নিয়ে সেখানে মাছ চাষ করছিলেন স্থানীয় সুটিয়া গ্রামের গোপাল, রাবণ ও শামীম।
সে সময়ের ক্ষমতাসিন দলের নেতা মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন খানসহ স্থানীয় যুবলীগ নেতাদের
ছত্রছায়ায় থেকে গোপাল,রাবণ ও শামীমদের সাথে মাছ চাষ করে আসছিলেন।জী বননগর থানা পুলিশের সহযোগীতায় শুক্রবার দুপুরের দিকে এ জমি অবৈধ দখল মুক্ত হয়।
পথিলা বীজ উৎপাদন খামারের জমি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের উপ-সচিব ড.কে,এম,মামুন উজ্জামান,বিএডিসির মহাব্যবস্থাপক (বীজ) মোহাম্মদ আবীর হোসেন,
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, বিএডিসির অতিরিক্ত মহা-ব্যবস্থাপক (খামার) ড.মোহাম্মদ রফিকুল ইসলাম,
পাথিলা বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ কামাল উদ্দিন মোল্লা ও উপ-পরিচালক(হিমাগার) মো:-ফরিদ উদ্দিন,জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আল আমিন,
জীবননগর থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন হোসেন বিশ্বাসসহ বিএডিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।