জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর ও ঝিনাইদহের পলিয়ানপুর- সামন্তা সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ভারত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল,মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
বিজিবি সদস্যা বৃহস্পতিবার রাত ১১.১০ মিনিট থেকে শুক্রবার সকাল সাড় ৫ টার পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন।
এসব ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করেছেন।
ঝিনাইদহের মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অন্তর্ভুক্ত জীবননগর উপজেলার গয়েশপুর ও মানিকপুর সীমান্ত এলাকায় পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করেন।
এ সময় তারা গোপন সংবাদের ভিত্তিতে ৮৪ বোতল ফেনসিডিল ও ৬ বোতল মদ উদ্ধার করেন।
এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেনি।
অন্যদিকে মহেশপুর উপজেলার সামন্তা এলাকার বিভিন্ন স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এবং পরিত্যক্ত অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
এদিকে উপজেলার খোশালপুর ও পলিয়ানপুর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা টহল পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বাংলাদেশী কিছু নাগরিক ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে।
এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে ৬ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন। তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
ভারতে অনুপ্রবেশ করাকালে আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা হলেও পরিত্যক্ত অবস্থায় মাদক দ্রব্য উদ্ধারের ঘটনায় কোন মামলা হয়নি।