ফুলপু‌রে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

ময়মন‌সিংহ ব‌্যু‌রো :
ময়মনসিংহের ফুলপুরে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে (সাত বছর) ধর্ষণের অভিযোগে করা মামলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় গ্রেফতার করার পর আজ শনিবার তাঁকে ময়মনসিংহ আদালতে তোলা হয়। গ্রেফতার ব্যক্তির নাম হেলাল উদ্দিন (৪৮)।
স্বাস্থ্য পরীক্ষার জন্য শিশুটিকে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, স্থানীয় একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিপড়ুয়া শিশুটিকে বিস্কুট দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার বিকেলে নিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করেন হেলাল উদ্দিন।
সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলার সময় শিশুটিকে ডেকে নিয়ে যান। ঘটনার পর শিশুটি বাড়িতে গিয়ে পুরো ঘটনা তার মাকে বলে। এই বিষয়ে জানতে চাইলে উল্টো শিশুটির মায়ের ওপর ক্ষিপ্ত হন হেলাল উদ্দিন।
পরে শুক্রবার শিশুটির মা স্থানীয় লোকজনকে জানান। এদিন সন্ধ্যায় পুলিশকে খবর দিয়ে হেলাল উদ্দিনকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা।
এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির মা বাদী হয়ে শুক্রবার রাতে ফুলপুর থানায় ধর্ষণের অভিযোগে একটি মামলা করেন। ওই মামলায় হেলালকে গ্রেফতার দেখানো হয়।
 শনিবার সকালে শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর হেলাল উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাদি জানান, এই ঘটনায় হেলাল উদ্দিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *