জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ও নতুনপাড়া এলাকায় বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও মদ আটক করেন।
তবে এ সব ঘটনায় বিজিবি কাউকে গ্রেফতার করতে পারেননি।
বিজিবি সদস্যরা শনিবার রাতে পৃথক এ অভিযান পরিচালনা করেন। ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
ঝিনাইদহের মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি কর্তৃক প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে,
উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে শনিবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মাধবখালী ছটাংপাড়া মাঠের মধ্যে অভিযান পরিচালনা করেন।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন একটি মাদক পাচার চক্র ফেনসিডিলের একটি চালান
দেশের অভ্যন্তরে প্রবেশ করতে ছটাংগাপাড়া মাঠে অবস্থান করছে।
বিজিবি সদস্যরা এ তথ্যের ভিত্তিতে কৌশলে অভিযান পরিচালনা কালে পরিত্যক্ত অবস্থা ওই মাঠের মধ্য থেকে ভারতের আমদানি নিষিদ্ধ ১৯১ বোতল ফেনসিডিল আটক করেন।
এদিকে প্রায় একই সময়ে নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া মাঠে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান শুরু করেন।
এ সময় বিজিবি সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে উক্ত মাঠের নতুনপাড়া গ্রামের জনৈক রহমতুল্লাহের আম বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।
বিজিবি পৃথক এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি বলে জানা গেছে।
মহেশপুর খালিশপুর-৫৮ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানিয়েছেন যে,ব্যাটালিয়ন এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ ব্যাপারে বিজিবি এলাকাবাসীর সহযোগিতা কামনা করছে।