জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার তারানিবাস গ্রামে জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাড়ী ঘর ভাংচুর,লুটপাট ও দু’নারীসহ তিনজনকে মারাত্মক ভাবে আহত হয়েছেন।
আহতদেরকে জীবননগর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি রোববার সাড়ে ৮ টার দিকে সংঘটিত হয়েছে।
এ্ ঘটনায় জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের তারানিবাস গ্রামের শামীম রেজা বলেন,জমি জায়গা নিয়ে আমাদের গ্রামের মৃত মোজাম মন্ডলের ছেলে রবিউলদের সাথে বিরোধ চলে আসছে।
সেই বিরোধকে কেন্দ্র করে তারা প্রায়ই আমার বৃদ্ধ বাবা-মাকে
নানা ভাবে অত্যাচার নির্যাতন করে আসছে। একই ভাবে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে হাতে লাঠিসোটা নিয়ে আমাদের বাড়ীর সাথে থাকা সার-কীটনাশকের দোকানে
প্রবেশ করে এবং আমার বৃদ্ধ বাবা আব্দুল কুদ্দুসের ওপর হামলা করে।
আমার বাবা ভয়ে পালিয়ে বাড়ীর মধ্যে আশ্রয় নিলে রবিউল ও তার ছেলে আশিক নাসির উদ্দিনের ছেলে সোহাগ,সামসুলের ছেলে মেহেদেী ও নজু মন্ডলের ছেলে সাদিকুল এক জোগে আমাদের বাড়ীতে প্রবেশ করে তান্ডব চালায়।
এ সময় আমাদের বাড়ীর প্রধান গেট দিয়ে দিলেও তারা প্রাচীর টপকিয়ে ভিতরে প্রবেশ করে আমার বাবা আব্দুল কুদ্দুস,মা কোহিনুর বেগম ও ভাবী লাকী খাতুনকে বেধড়ক মারপিট করে
রক্তাক্ত জখম করে।
তারা আমার বৃদ্ধ বাবার পরণের লুঙ্গি টেনে ছিঁড়ে বিবস্ত্র করে। তারা শুধু মারপিট করেই ক্ষ্যান্ত হয়নি,তারা আমাদের দোকানের প্রবেশ করে দোকানের মালামাল তছনছ ও ভাংচুর করে ক্ষতি সাধন করে।
দোকানের ক্যাশ ড্রয়ারে থাকা নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার সময় আমি বাড়ীতে ছিলাম না।
ঘটনা শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে জীবননগর হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করি। ঘটনার ব্যাপারে জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করি।
হাসাদহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মহিউদ্দিন বলেন,ঘটনাটি জমি জায়গা সংক্রান্তে ঘটেছে। তবে মারপিটের ঘটনা দু:খজনক। স্থানীয় ভাবে আপস নিস্পত্তির চেষ্টা করা হচ্ছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়ার সাথে সাথে একজন অফিসারকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।