জীবননগর প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের আশতলাপাড়ায় পাখিভ্যান এবং বেনীপুরে রাতের আধারে ছাগল চুরির ঘটনা ঘটেছে।
পৃথক এ দু’টি ঘটনায় ভুক্তভোগী প্রান্তিক পরিবার দিশেহারা হয়ে পড়েছেন। ঘটনা দু’টি গত শুক্রবার ও রোববার গভীর রাতে সংঘটিত হয়েছে।
তবে ছাগল চুরির ঘটনায় সন্দেহের তীর গ্রামের কয়েকজন যুবকের দিকে। এসময় ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জীবননগর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর পৌর শহরের আশতলাপাড়ার সোহেল রানা বলেন,আমি একজন হতদরিদ্র ভ্যান চালক।
আমার ব্যাটারি চালিত পাখিভ্যান গাড়ীটি প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে ১১ টার দিকে বাড়ীর পরিত্যক্ত গোয়াল ঘরের ভিতরে রেখে নিজ ঘরে ঘুমিয়ে পড়ি।
পরের দিন শুক্রবার সকাল সাড় ৬ টার দিকে ঘুম থেকে জেগে দেখি গাড়ীটি নেই। আমরা বিভিন্ন স্থানে গাড়ীটি খোঁজাখুজি করে না পেয়ে অবশেষে ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করি।
এদিকে উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর গ্রামের মৃত সামসুল হকের ছেলে সৈয়দ আলী বলেন,আমি ছাগল পালন করে জীবন জীবিকা নির্বাহ করি।
আমি প্রতিদিনের মত শনিবার রাতে বাড়ীর ছাগল রাখা ঘরে ১৪ টি ছাগল রেখে দিই।
পরে রোববার রাত ২ টার দিকে ঘুম থেকে জেগে দেখি যে,সবচেয়ে বড় খাসি ছাগলটি ঘরে নেই। অন্যদিকে আমার ভাইয়ের ঘর থেকে মোবাইল ফোনও চুরি হয়ে গেছে।
চুরি হয়ে যাওয়া খাসি ছাগলটির বর্তমান বাজার মুল্য ৬০ হাজার টাকা। ঘটনার পর পরই ঘটনার ব্যাপারে নানা ভাবে আমরা খোঁজখবর নিতে থাকি এবং গ্রামের সন্দেহভাজন
ইসরাফিল হোসেন,রাফি ও আরিফুলদের বাড়ীতে গিয়ে আমরা রাতে তাদের বাড়ীতে পাইনি।
আবার কিছুক্ষণ পর তাদেরকে আমরা আমাদের বাড়ীর সামনে দিয়ে চলে যেতে দেখি। এ অবস্থায় আমিসহ গ্রামের মানুষের অভিযোগ তারাই আমার বাড়ী থেকে ছাগল ও ভাইয়ের বাড়ী থেকে মোবাইল ফোনটি চুরি করে নিয়ে গেছে।
ঘটনার ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ করেছি। দেখা যাক কি হয়। দিকে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া মন্ডলপাড়া থেকে দিনে দুপুরে মসজিদের মাইক চুরির ঘটনা ঘটেছে।
উল্লেখ্য,সম্প্রতি প্রায়ই দিন কোন না কোন ভাবে চুরির ঘটনা ঘটলেও চুরির সাথে জড়িতদেরকে আটক করা সম্ভব হচ্ছে না। এদিকে উপজেলায় প্রায় দিন কোথাও না কোথাও চুরির ঘটনায় মানুষের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার আরিফুল ইসলাম আরিফ বলেন,ঘটনার ব্যাপারটি দু:খজনক। বাড়ীর মধ্য থেকে ছাগল চুরির ঘটনায় গ্রামে মানুষের মধ্যে এক ধরণের আতঙ্কের সৃষ্টি হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনা দু’টি সংক্রান্তে লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।
আমরা ঘটনার সাতে জড়িতদেরকে সনাক্ত করে গ্রেফতারের জন্য তৎপর আছি।