জীবননগর অফিস:-
ঝিনাইদহের মহেশপুর খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের সদস্যরা আকন্দবাড়ীয়া- কুসুমপুর এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।
পৃথক এ অভিযান পরিচালনা কালে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় ভারতে অনুপ্রবেশ কালে দু’জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।
এ অভিযান শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে শনিবার পর্যন্ত পরিচালিত হয়। ঘটনার ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি সুত্রে প্রাপ্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত্রকালীন মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে
জানতে পারেন কয়েকজন মাদক কারবারি মাদকের চালান দেশের অভ্যন্তরে প্রবেশের জন্য আকন্দবাড়ীয়া মাঠের মধ্যে অবস্থান করেছেন। এ সংবাদের ভিত্তিতে ওই মাঠে রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তবে এ ঘটনায় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি।
এদিকে একই ব্যাটালিয়নের অধিনস্থ কুসুমপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা শনিবার সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ সময় অবৈধ পথে অনুপ্রবেশ কালে দু’জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।
আটককৃতদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন বিজিবির নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।