গৌরীপুর (ময়মনসিংহ) :
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিবের স্ত্রী সাদিয়া খাতুনের কোল জুড়ে এলো ফুটফুটে কন্যা সন্তান।
রোবাবার (১৯ জানুয়ারি) ভোর রাতে ময়মনসিংহ শহরের বেসরকারি একটি প্রাইভেট হাসপাতালে তিনি এই কন্যা সন্তানের জন্ম দেন। নবজাতকের আগমনে শহীদ পরিবারে আনন্দের পরিবর্তে এখন বিষাদের ছায়া। শহীদ রাকিব দেখে যেতে পারলেন না তাঁর সন্তানকে।
গত ২০ জুলাই উপজেলার কলতাপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘর্ষে পুলিশের গুলিতে নুরে আলম সিদ্দিকী রাকিব নিহত হন। উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও মধ্যপাড়া গ্রামের আবদুল হালিমের ছেলে নুরে আলম সিদ্দিকী রাকিব। তিনি হেফজ বিভাগ শেষ করে ঈশ্বরগঞ্জের ভাসা মাদ্রাসায় পড়ছিলেন। একই সঙ্গে নিজেদের বাড়িতে তা’লিমুল কোরআন মহিলা মাদ্রাসা নামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করে সেখানে শিক্ষকতা করছিলেন।
নিহত রাকিবের স্ত্রী সাদিয়ার ভাই শামীম জানান, তার বোন সন্তানসম্ভবা ছিলেন। রাকিবের মৃত্যুর পর রোববার ভোর রাত সাড়ে তিনটার দিকে ঘর আলো করে কন্যা সন্তান জন্ম দিয়েছেন তার বোন। আফসোস রাকিব তার মেয়েকে দেখে যেতে পারল না। তাঁর সন্তানও কোনোদিন বাবাকে দেখতে পারবে না। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন। সকলের কাছে শহীদ রাকিবের সন্তান, তার মা ও পরিবারের জন্য দোয়া প্রার্থণা করেন তিনি।
গত ২০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়ার এলাকায় পুলিশের গুলিতে শহীদ হন রাকিব। পরে ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ দাফন করা হয়।