জীবননগর মাধবপুর মাঠে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধুকে কুপিয়ে হত্যার চেষ্টা

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর মাঠে এক গৃহবধু মাঠে  খড়ি  কুড়ানোর  সময়  একই  গ্রামের  ধর্ষক  আশিক কৌশলে  পাশের  কলা  বাগানের  ভিতরে  ডেকে  নিয়ে ধর্ষণ করতে ব্যর্থ হয়ে বিক্ষুব্ধ হয়ে গৃহবধুকে কুপিয়ে মারাত্মক ভাবে জখম করেছে।

ঘটনাটি সোমবার দুপুর আড়াইটার দিকে সংঘটিত হয়েছে। আহত গৃহবধুকে যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

ধর্ষক আশিক হোসেন(২৮) ঘটনার পর পরই আত্মগোপনে চলে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান যে,জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নের মাধবপুর গ্রামের দিনমজুর হাজ্জাদ হোসেনের স্ত্রী আসান নাহার(২৮) বাড়ীর অদুরে মাঠে খড়ি কুড়াতে যায়।

সেখানে একই গ্রামের আহম্মদ আলীর ছেলে আশিক পৌছে কৌশলে তাকে কলা বাগানের ভিতরে ডেকে নেয় এবং কু-প্রস্তাব দেয়।

কিন্তু গৃহবধু তার প্রস্তাবে সাড়া না দেয়ায় লম্পট আশিক গৃহবধুকে আকস্মিক ভাবে চোখে ও মাথায় কিল ঘুষি মেরে অজ্ঞান করে ফেলে।

এই সুযোগে গৃহবধু আসান নাহারকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু গৃহবধু তা বুঝতে পেরে তাকে বাঁধা প্রদান করে।

আবারও আশিক গৃহবধুকে কিল ঘুষি মারে এবং তার যৌন মিলনের প্রস্তাব দেয়।

তাতে গৃহবধু কোন ভাবেই রাজি না হওয়ায় আশিক তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে গৃহবধুর গলায় কোপ দিয়ে মারাত্মক ভাবে আহত করে।

এ সময় গৃহবধু আসান নাহারের অবস্থা বেগতিক দেখে মাঠের মধ্যে গৃহবধুকে রেখে ধর্ষক আসান নাহারকে পালিয়ে যায়।

পরবর্তীতে আত্মীয়-স্বজন ও গ্রামের লোকজন গৃহবধুকে উদ্ধার করে জীবননগর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করেন।

হাসাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম ঘটনার সত্যতা  নিশ্চিত করে  বলেন, গৃহবধু  আসান  নাহারের  অবস্থা বেগতিক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,ঘটনার ব্যাপারে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

তবে ঘটনার পর পরই পুলিশি ব্যবস্থা গ্রহন করা হয় এবং ধর্ষক আশিককে গ্রেফতারের চেষ্টা চালানো হয়। তাকে গ্রেফতার করতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *