চুয়াডাঙ্গা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

বিশেষ প্রতিনিধি:

চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলার সকল ইউনিট ইনচার্জ ও অফিসার ফোর্সদের অংশগ্রহণে  রোববার সকাল ৯ টার দিকে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা  পুলিশ সুপার   খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা   মাস্টার প্যারেডে  অভিবাদন  মঞ্চ থেকে  সালাম  গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস)কনক কুমার দাস, প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ফোর্সের শারীরিক ফিটনেস ও টার্ন আউটের ওপর ভিত্তি করে জিএস (গুড সার্ভিসেস) মার্ক এবং অর্থ পুরস্কার প্রদান করেন।

পুলিশ সুপার মওলা প্যারেড পরিদর্শন কালে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ  এবং সম্মানিত রেঞ্জ ডিআইজি, খুলনার প্রদত্ত নির্দেশনা তুলে ধরেন ।

এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সকল পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *