জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা কাউন্সিলপাড়ায় প্রবাসীর যুবতি স্ত্রী বাবার বাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রহস্যজনক এ আত্মহত্যার ঘটনাটি সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহতের পারিবারিক সুত্র জানায়,জীবননগর উপজেলার বাঁকা কাউন্সিলপাড়ার শরিফ উদ্দিনের কন্যা নাসিমন খাতুনের(১৭) গত ৬ মাস আগে যশোরের চৌগাছা উপজেলার পুড়াপাড়া গ্রামের প্রবাসী ইসমাইল হোসেনের সাথে বিয়ে হয়।
স্বামী ইসমাইল হোসেন গত ১৪-১৫ দিন আগে গৃহবধু নাসিমন খাতুনকে তার পিতামাতার বাঁকাস্থ বাড়ীতে রেখে শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় চলে যান।
প্রতিবেশীদের সাথে কথা বলে জানা যায়,নিহত গৃহবধু নাসিমন খাতুনকে বিয়ে দেয়ার পর থেকেই সে স্বামী সংসারে যেতে চান না।
প্রবাসী স্বামী-সংসারের ব্যাপারে তার আপত্তি থাকলেও সেখানেই দাম্পত্য জীবন অব্যাহত রাখতে বাবা-মায়ের চাপাচাপি ছিল নাসিমনের প্রতি।
এ অবস্থায় সোমবার নাসিমন খাতুনের সাথে তার মা শুকতারা খাতুনের স্বামী-সংসার নিয়ে কথা কাটাকাটি হয়। এতে নাসিমন খাতুন মায়ের প্রতি অভিমান করে বিকাল সাড়ে ৫ টার দিকে পিতার বাড়ীর বসত ঘরের বাঁশের আড়ার সাথে নিজের ব্যবহৃত ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঘটনাটি পরিবারের লোকজন টের পেয়ে তাকে বাঁচানোর জন্য উদ্ধার করে জীবননগর হাসপাতালে নেয়। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাহাকে মৃত ঘোষনা করেন।
জীবননগর বাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান বলেন,ঘটনাটি আমি শুনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।
তবে কি কারণে মেয়েটি আত্মহত্যা করল তা ঠিক বলা যাচ্ছে না।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ঘটনার ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে