জীবননগর অফিস:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর-৫৮ বিজিবি সদস্যরা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সিংনগর,চুয়াডাঙ্গা সদর উপজেলার রাঙিয়ারপোতা,
মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে পৃথক পৃথক অভিযান পরিচালনা করেন।
বিজিবি সদস্যরা সীমান্তে ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয়
আমদানি নিষিদ্ধ ফেনসিডিল,মদ,গরু ও বাংলাদেশী নাগরিককে আটক করেন।
বিজিবি সদস্যরা সোমবার রাত সাড়ে ৭ টা থেকে মঙ্গলবার ভোর সাড়ে ৪ টা পর্যন্ত পরিচালনা করেন। এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মহেশপুর খালিশপুর-৫৮ ব্যাটালিয়ন বিজিবি সুত্র জানায়,সোমবার রাত ৭.৪৫ মিনিটের সময় নিমতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা
রাঙিয়ারপোতা মাঠের মধ্যে চোরচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেন।
অন্যদিকে রাজাপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা একই
ভাবে মঙ্গলবার ভোর ৪.৩০ মিনিটের সময় সিংনগর মাঠে মাদক ও চোরাচালান
বিরোধী অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতী মদ উদ্ধার করেন।
একই সময় মহেশপুর উপজেলার শ্রীনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান
চালিয়ে অবৈধ পথে ভারত থেকে আনা ২ টি গরু আটক করেন। অন্যদিকে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের চেষ্টা কালে ১৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।
বিজিবি সুত্র জানিয়েছে,সীমান্ত এলাকায় বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত
থাকবে এবং মাদক ও চোরাকারবারীদের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে কোন ছাড় দেয়া হবে না।