জীবননগরে আখের সাথে সাথী ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত

জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার  জীবননগর  উপজেলার  উথলী  মাঠে “আধুনিক প্রযুক্তিতে লাভজনক ভাবে আখের সাথে সাথী ফসল চাষাবাদ” এক মাঠ দিবস মঙ্গলবার সকাল ১০ টার দিকে অনুষ্ঠিত হয়।

আখের সাথে সাথী ফসল হিসাবে ডাল,মসলা ও সবজি জাতীয় ফসল উৎপাদন প্রকল্প এর অর্থায়নে ও বাংলাদেশ,সুগারক্রপ গবেষনা ইনস্টিটিউট,ঈশ্বরদী,পাবনার আয়োজনে অনুষ্ঠিত মাঠ দিবসে এলাকার শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।

কৃষকদের পক্ষ থেকে প্রধান অতিথিসহ সকল অতিথিদেরকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।  মাঠ দিবস উপলক্ষে অনুষ্ঠানের  শুরুতেই  উপস্থিত অতিথিরা  এলাকার  বিভিন্ন কৃষকের আখের সাথে সাথী ফসলের আবাদ পরিদর্শন করেন।

পরে বিএসআরআই ঈশ্বরদী,পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প  পরিচালক  ড.আবু তাহের  সোহেলের  সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএসআরআই ঈশ্বরদী,পাবনার মহাপরিচালক ড.কবির উদ্দিন
আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দর্শনা কেরু এ্যান্ড কোং(বিডি)
লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: রাব্বিক হাসান,চুয়াডাঙ্গা পুলিশ সুপার কৃষিবিদ খন্দকার গোলাম মওলা,

বিএসআরআই  ঈশ্বরদী, পাবনার  কীটতত্ব  বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো:আতাউর রহমান,

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, বিএসআরআই ঈশ্বরদী,পাবনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা প্রধান ও কৃষিতত্ব ও ফার্মিং সিস্টেমের ড.এ,কে,এম রাশেদুল ইসলাম,

বিএসআরআই ঈশ্বরদী,পাবনার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান,পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ ড.কেএম রেজাউল করিম ও বিএসআরআই ঈশ্বরদী,পাবনার প্রধান মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান,সরজমিন গবেষনা বিভাগ মুনির হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন,আফজালুর রহমান ধীরু,এসএমই কৃষক রাজেদুল ইসলাম,হারেজ চৌধুরি ও শামীম হোসেন।

মাঠ দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন,আখের সাথে
কৃষকেরা ডাল,মসলা ও সবজি জাতীয় ফসলের আবাদ করে খুব সহজেই বাড়তি আয় করতে পারেন। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া সমন্বিত চাষের জন্য অত্যন্ত উপযোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *