জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর সীমান্তে বৃহস্পতিবার
বিকাল ৪ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত
বিজিবি-বিএসএফ কমান্ডার পর্যায়ে সৌজন্য
সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাতের পর উভয় কমান্ডারের নেতৃত্বে সীমান্তের জিরো পয়েন্টের ৩ কিলোমিটার পরিদর্শন করেন।
ঝিনাইদহের মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল রফিকুল আলম পিএসসি এর নেতৃত্বে স্টাফ অফিসারসহ ১২ জন এবং বিপরীতে ভারতীয়

বিএসএফ-৩২ ব্যাটালিয়নের কমান্ডার শ্রী সুজিত কুমার ও স্টাফ অফিসারসহ ১২ জন সদস্য বৃহস্পতিবার বিকাল ৪ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মেদিনীপুর ৬৪ মেইন পিলারের নিকট উভয় ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এসময় উভয় কমান্ডারের মধ্যে একটি সৌহার্দপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
উভয় দেশের কমান্ডারদের মধ্যে সৌজন্য সাক্ষাতের আলোচনায় বিজিবি-বিএসএফ’দের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুষ্ঠ,শান্ত-স্বাভাবিক রাখা,
সীমান্তে হত্যা না হওয়া এবং মাদক -চোরাচালান প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করা,সীমান্তের বিভিন্ন বিষয়ে শান্তিপূর্ণ আলোচনা করাসহ নানা বিষয় উঠে আসে।
আলোচনা শেষে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডারদের নেতৃত্বে অন্যান্য অফিসার স্টাফ ফোর্স সীমান্ত

পিলার ৬৪/৪এস,৬৩/৫এস,৬৩/৬এস এবং ৬৩/৭ এসসহ ৩৪ টি সীমান্ত পিলার পরিদর্শন করেন।
উক্ত পিলারগুলির মধ্যবর্তী ৩ কিলোমিটার রাস্তা জিরো লাইন ধরে হেটে পরিদর্শন করেন উভয় কমান্ডার।
পরিশেষে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে ভবিষ্যতে সুসম্পর্ক বজায় রাখার অঙ্গিকার করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বিকাল সাড়ে ৫ টায় সৌজন্য সাক্ষাতটি শেষ হয়।

বিজিবি-বিএসএফ’র মধ্যে সৌজন্য সাক্ষাতটি দুর থেকে উপভোগ করেন সীমান্তবর্তী বাসিন্দারা। তাদের মতে উভয় দেশের কমান্ডাররা সৌজন্য সাক্ষাৎ ও জিরো পয়েন্ট পরিদর্শন কালে সুন্দর স্বাভাবিক পরিবেশ দেখেছেন।
এ সময় তাদের কাছে মনেই হয়নি যে,দুটি দেশের সীমান্ত রক্ষায় প্রতিনিধিত্ব করছেন। তারা সীমান্তে এমন স্বাভাবিক সুন্দর পরিবেশ সব সময় প্রত্যাশা করেন।