শওকত আলী,ঝিনাইদহ:-
ঝিনাইদহ হরিণাকুন্ডুতে মোবাইল ফোন কিনে না দেয়ায় ৮ বছরের শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলো। এতো অল্প বয়সে এতো অভিমান? চলে যাবার এতো তাড়া ছিলো?
বুধবার( ২২জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পোলতাডাঙ্গা
গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত জান্নাতুল পোলতাডাঙ্গা গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় জান্নাতুল বাবাকে একটি স্মার্ট মোবাইল ফোন কিনে দেওয়ার কথা বলে। যেকোনো কারণে বাবা মোবাইল ফোন কিনে দেননি মেয়েটির।
বাবা মোবাইল ফোন কিনে না দেওয়ায় রাগ করে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মেয়েটি।
আবেগে অভিমানে এত তাড়াতাড়ি ঝড়ে গেলো নিষ্পাপ একটি তাজা প্রাণ।
এদিকে শিশুটির মৃত্যুর কারণে পরিবারের স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের মাতম।