এনটিভির অনলাইন ভার্সনে নিয়োগ পেলেন জীবননগরের সাংবাদিক মিঠুন মাহমুদ 

জীবননগর অফিস:-
দেশের স্বনামধন্য বেসরকারী টেলিভিশন এনটিভির অনলাইনে দামুড়হুদা, দর্শনা ও  জীবননগর  প্রতিনিধি  হিসাবে   নিয়োগ পেলেন মিঠুন মাহমুদ।
শনিবার বিকালে এনটিভির ভবনে এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেকআলী আনুষ্ঠানিক ভাবে এ নিয়োগ পত্র হাতে তুলেদেন।
মিঠুন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার জীবননগর সহকারী ব্যুরো  ও ঢাকা  থেকে   প্রকাশিত  দৈনিক  রুপালী বাংলাদেশ পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হিসাবে কমরত আছেন।
এনটিভিতে নিয়োগ পাওয়ায় মোঃ মিঠুনকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন,
জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাধারণ সম্পাদক শামসুর রহমান চঞ্চল,দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল,
জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান,
নাগরিক টিভির জেলা প্রতিনিধি হুসাইন মালিক,সময় টিভির জেলা প্রতিনিধি মাহফুজ মামুন,যমুনা টিভির জেলা
প্রতিনিধি জিসান আহম্মেদ,আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মেহেররব্বী সানভি,
বার্তা ২৪  ডটকমের  জেলা প্রতিনিধি  ফেরদৌস  ওয়াহিদ, সাংবাদিক জহিরুল ইসলাম, চাষী রমজান,এ,আর ডাবলু,তুহিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *