জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কয়া গ্রামে একটি পরিবারে অজ্ঞাতনামা দূর্বৃ্তরা মোবাইল ফোনের মাধ্যমে গভীর ফোন দিয়ে প্রাণনাশের হুমকি ধামকী দিয়ে চলেছে।
একের পর এক প্রতিরাতেই হুমকির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন ভুক্তভোগ পরিবারটি। ঘটনাটি বৃহস্পতিবার দিনগত শুক্রবার গভীর রাত থেকে শুরু হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের কয়া গ্রামের মৃত খোদা বকস মন্ডলের ছেলে প্রান্তিক কৃষক সুরত আলী(৪৫) বলেন,
আমি পরিবার পরিজন নিয়ে প্রতিদিনের মত বৃহস্পতিবার রাত ১১ টার দিকে ঘুমিয়ে পড়ি। এদিকে শুক্রবার রাত ১ টার দিকে
আমার মোবাইল ফোনে ০১৭৭৪-৭১২৪৮৮ নম্বর দিয়ে আমাকে ফোন দেয়। কিন্তু তার নাম ঠিকানা প্রকাশ না করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে
এবং গ্রামের মোড়ে রাস্তায় যেতে বলে। আমি বার বার ফোন দেয়া ব্যক্তির নাম ঠিকানা জানতে চায়। কিন্তু এতে আরো সেই ব্যক্তি আমার ওপর ক্ষিপ্ত হয় এবং সেখানে না
গেলে আমার ও আমার পরিবারের লোকজনের মেরে ফেলার হুমকি দেয়। আবার গ্রামের মোড়ে গিয়ে আমরা কাউকে না পেয়ে বলি যে,আপনি তো মোড়ে নেই। তখন আমাকে বেনীপুর মোড়ে যেতে বলে।
প্রান্তিক কৃষক সুরত আলী বলেন,একই মোবাইল ফোন দিয়ে শুক্রবার দিনগত শনিবার গভীর রাতে একই ভাবে ফোন দিয়ে আমাদেরকে হুমকি ধামকী দেয়।
কি জন্য কে এমন করছে তা বুঝতে পারছি না। এ ঘটনায় আমরা পরিবারের সবাই আতঙ্কিত। কারো সাথে তো আমাদের কোন বিরোধও নেই।
তাহলে এমন আচরন কে বা কারা করছে? ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম বলেন,ঘটনার কথা শুনেছি। তবে কারা এ ধরনের কাজ কি কারণে করছে তা বোঝা যাচ্ছে না।
পুলিশ যদি প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনটি কার জানতে পারেন। তা ছাড়া সাধারন মানুষের পক্ষে তথ্য উদঘাটন করা সম্ভব নয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঘটনার ব্যাপারে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। প্রযুক্তির মাধ্য মোবাইল ব্যবহারকারী ব্যক্তিকে সনাক্তকরণের চেষ্টা চলছে।