শবে মেরাজ উপলক্ষ্যে গৌরীপুরে জামায়াতে ইসলামির আলোচনা সভা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদাতা :
পবিত্র মিরাজুন্নবী (সা:) উপলক্ষে গৌরীপুর জামায়াতে ইসলামি শহীদ হারুন পার্ক ময়দানে আলোচনা সভার আয়োজন করে। সোমবার বি‌কেল থে‌কে রাত পর্যন্ত শবে মেরাজের তাৎপর্যমূলক নি‌য়ে ব‌্যাপক আ‌লোচনা হয়।
“আল্লাহর আইন চাই সৎলোকের শাসন চাই” এই শ্লোগানকে সামনে রেখে গৌরীপুর পৌর জামায়াতে ইসলামির সভাপতি আব্দুন নূরের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় প্রধান মেহমান হিসাবে আলেচনা করেন ময়মনসিংহ জেলা জামায়াতে ইসলামির সেক্রেটারী  মুহাদ্দিস হযরত মাওলানা মোজাম্মেল হক আকন্দ। আ‌রো আলোচনায় অংশ গ্রহন ক‌রেন,
গৌরীপুর উপজেলা জামায়াতে  ইসলামির  আমির  হযরত মাওলানা  বদরুজ্জামান, সেক্রেটারী  হাফেজ  হযরত মাওলানা আবু ইউসুফ,  আল মামুন ফকির মুফতি মোহাম্মদুল্লাহ, গৌরীপুর সদর ইউনিয়নের সভাপতি ক্বারী শরিফুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়নের  সভাপতি  মো. রুহুল আমিন,
  বোকাইনগরের  সভাপতি  মো. আল মামুন, উপজেলা ছাত্র  শিবিরের সভাপতি মো. সালেহীন কবির, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ পরিষদের সভাপতি মো. জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *