জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর ও মহেশপুর উপজেলার কুসুমপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল
ও ভায়াগ্রা আটক করেছেন। এ সময় ভারতে অনুপ্রবেশ কালে ৫ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি সুত্র জানায়,ঝিনাইদহের মহেশপুর খালিশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে মেদিনীপুর মাঠে অভিযান পরিচালনা করছিলেন।
এ সময় বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর একটি বাঁশ বাগানের ভিতর থেকে ১১ বোতল ভারতীয়
মদ উদ্ধার করেন।
একদিন কুসুমপুর বিওপি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা কালে মহেশপুর উপজেলার পেপুলবাড়ীয়া মাঠের জনৈক মিজানুর রহমানের কাঠাল বাগানে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসি চালান।
এ সময় উক্ত বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১২০ ভায়াগ্রা ট্যাবলেট আটক করেন।
অন্যদিকে পলিয়ানপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতে অনুপ্রবেশ কালে ৫ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।
তাদেরকে মহেশপুর থানা পুলিশে সোপর্দ করেন।