কালীগঞ্জ অধ্যক্ষকে অবরুদ্ধ রেখে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করেছে শিক্ষার্থীরা

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

ঝিনাইদহের  কালীগঞ্জ  উপজেলার  শোয়াইবনগর  কামিল মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদাকে নিজ অফিস কক্ষে ৪ ঘণ্টা অবরুদ্ধ  রেখে পদত্যাগ  পত্রে স্বাক্ষর করে নিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে।  এসময় মাদরাসার শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে অধ্যক্ষ এর বিরুদ্ধে।

শিক্ষার্থীরা জানায়, গত ২৪ জনুয়ারী  শুক্রবার ছুটির দিনে মাদরাসার কম্পিটার ল্যাবটি ভাড়া দেওয়া হয়। এসময় ল্যাবে ভাড়া নেওয়া প্রশিক্ষনার্থীরা নাচ-গান করে।
সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
একটি মাদরাসায় নাচ-গানের ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বিরাজ করে। এরপর রোববার সকালে মাদরাসা খুললে শিক্ষার্থীরা অধ্যক্ষের পদত্যাগ দাবি করে।
পরে  অধ্যক্ষের নিজ অফিস  কক্ষে  ভেতর থেকে দরজা আটকিয়ে ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে শ্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
এসময় কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম মাদরাসায় উপস্থিত হয়ে অফিস কক্ষের দরজা খুলতে চেষ্টা করলেও সেটি ব্যর্থ হয়।
পরে বাধ্য হয়ে দুপুর ২টার দিকে জেলা প্রশাসক বরাবর লেখা পদত্যাগ পত্রে স্বাক্ষর করার পর নিজ কক্ষ থেকে বের হয়ে আসেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা।
এদিকে শিক্ষককে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করায় এলকায় সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *