শৈলকুপা টাকা ছিনতায়ের অভিযোগে  বিএনপি নেতা হামিদ জনতার হাতে আটক

ঝিনাইদহ জেলা প্রতিনিধি,

ঝিনাইদহ জেলার শৈলকুপ উপজেলা বিএনপি নেতা ৮ লক্ষ টাকা ছিনতাই এর অভিযোগে জনতার হাতে নাটক হয়েছে।

সূত্রে জানা যায়, ফ্যাসিবাদী সরকার  শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর  অমিতপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল হামিদ চাঁদাবাজি,

ছিনতায় , সালিশ  বিচার, ইউনিয়ন  পরিষদের সকল প্রকার কাজকর্মের মাধ্যমে লাখ লাখ টাকার  মালিক হয়।এতে করে ধরাকে সরা মনে করেন ওই বিএনপি নেতা।

এসব ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ ওঠে।

যার প্রেক্ষিতে এলাকাবাসি একাট্টা হয়ে বিএনপি যুব দলের যুগ্ম আহবাহক আব্দুল হামিদকে আটক করে, তাদের  প্রকৃত পাওনা টাকা ফেরতের কারণে।এলাকাবাসী আব্দুল হামিদকে আটকে রাখে।

গন্যমান্য ব্যক্তিবর্গসহ উপজেলা বিএনপি নেতা, জেলা বিএনপি সভাপতি এডভোকেট আব্দুল মব্জিদসহ জুরি বোর্ডের মাধ্যমে বিচার করেন।

তাতে করে আট লাখ টাকা বিভিন্ন জনের নিকট থেকে ওই বিএনপির হামিদের নেয়া । এ  ঘটনার কারণে  আব্দুল হামিদকে বিএনপি দল থেকে বহিষ্কার করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *