জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ও ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে মাদক বিরোধী ও বিশেষ অভিযান পরিচালনা
কালে বিপুল পরিমাণে ভারতীয় মদ,গরু ও অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অপরাধে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।
বিজিবি সদস্যরা শুক্রবার দিনগত শনিবার রাত সাড়ে ১২ টা থেকে দুপুর দেড়টার পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন। পৃর্থক এ সব ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনি ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
বিজিবি সুত্র জানায়.মহেশপুর উপজেলার পলিয়ানপুর বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা শনিবার দুপুর দেড়টার দিকে রায়পুর গ্রামের একটি মেহগুনি বাগানে
অভিযান চালিয়ে ৫৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।
অন্যদিকে শুক্রবার দিনগত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে কুসুমপুর বিওপি ক্যাম্পের সদস্যরা
পিপুলবাড়ীয়া গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে ২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এদিকে উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা শনিবার রাত চারটার দিকে উথলী
মোল্যাবাড়ী একটি বাগানে অভিযান চালিয়ে ৪৮ ভারতীয় মদ ও ১৩০ ফেনসিডিল উদ্ধার করেন। লড়াইঘাটা বিওপি ক্যাম্পের সদস্যরা লড়াইঘাটা মেহগুনি বাগানে অভিযান চালিয়ে দুইটি ভারতীয় গরু উদ্ধার করেন।
এদিকে শ্রীনাথপুর ও বাঘাডাঙ্গা বিওপি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে অবৈধ পথে ভারতে
অনুপ্রবেশ করার চেষ্টা কালে ১২ জন বাংলাদেশী নাগরিককে আটক করেন।
এ সব ঘটনায় বিজিবির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।