জীবননগর বাঁকা ইউনিয়ন বিএনপির দু’বহিস্কৃত নেতার সংবাদ সম্মেলনে সার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবী

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদে বিনা মুল্যে সার কেলেঙ্কারী পরবর্তী বিএনপির দু’গ্রুপের মধ্যে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে বুধবার সকালে বাঁকা ইউনিয়ন বিএনপির ৫ জন নেতাকে বহিষ্কার করা হয়।

এদিকে বহিষ্কারের প্রতিবাদে বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন বাঁকা ইউনিয়ন বিএনপির সদ্য বহিষ্কৃত সভাপতি আব্দুল খালেক ও ইউনিয়ন যুবদলের আহবায়ক রাজা মালিতা।

সংবাদ সম্মেলনে ওই দুই নেতা অভিযোগ করে বলেন,সরকার বাঁকা ইউনিয়নে বিনা মুল্যে প্রান্তিক কৃষকদের মাঝে জৈব সার বিতরণ করা নিয়ে অনিয়ম দূর্নীতির অভিযোগ ওঠে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসারের বিরুদ্ধে।

মঙ্গলবার রাতের আধারে বরাদ্দের টাকা পাওয়ার আগেই বাঁকা ইউনিয়ন পরিষদে আসা ১২২ বস্তা জৈব সার উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় কোম্পানির লোকজন। বিষয়টি টের পেয়ে বাধা দেয় স্থানীয় জনতা।

পর খবর পেয়ে আমরা ইউনিয়ন পরিষদে যায়। এ সময় জানতে পারি,বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার ও সহ-সভাপতি খাদেমুল ইসলাম খোকন এই সার নিয়ে কারসাজি করছিল।

আমরা ঘটনার প্রতিবাদ জানিয়েছিলাম। বিএনপির নাম ভাঙিয়ে কেউ এমন অপরাধ করলে তার বিচারের দাবি জানিয়েছিলাম।

তবে অজানা কারণে বাশার আর খোকনের সঙ্গে আমাদের বহিষ্কার করা হয়েছে। অন্যায়রন প্রতিবাদ করে বহিষ্কার হতে হলে আরও কখনও তো কেউ অন্যায়ের প্রতিবাদ করবে না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লিখিত বক্তব্যে তারা আরো বলেন, অন্যায় করেছেন দুজন। এলাকার সবাই  তার প্রতিবাদও করেছে। ঘটনার সময় এক হাজারের বেশি লোকজন উপস্থিত ছিলেন। সবার সামনে প্রমাণ হয়েছে এ ঘটনার সাথে আবুল  বাশার আর খোকন জড়িত।

তবে এঘটনায় পিছন থেকে কলকাঠি নাড়ছেন উপজেলা বিএনপির দু’জন  প্রভাবশালী নেতা। আর  এ কারণেই  আমাদেরও বহিষ্কার করা হয়েছে বলে ফেসবুকে দেখছি।

তবে আমাদের কাছে বহিষ্কারের কোনো চিঠি এখন পর্যন্ত দেয়া হয়নি। ফেসবুকে প্রকাশ হওয়া বহিষ্কারে যারা চুরি করেছে এবং যারা প্রতিবাদ করেছে তাদের বহিষ্কারের কারণও একই  সাথে উল্লেখ করা হয়েছে। আরমা এ বহিষ্কারের  তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ফেসবুকের এই বহিষ্কার প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা রাজু আহম্মেদ, বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন, ইব্রাহীমসহ শতাধিক বিএনপির নেতা-কর্মী এবং হাতেগোনা কয়েকজন সাংবাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *