ঝিনাইদহে মানব পাচার বিষয়ক কর্মশালা

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

“মানব পাচারের শিকার ব্যক্তির সুরক্ষা ও সহায়তায় জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামো” বিষয়ক জেলা পর্যায়ে এক শেয়ারিং ওরিয়েন্টেশন সভা ঝিনাইদহে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে সংযুক্ত হন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম-সচিব মু: জসিম উদ্দিন খান।

সেসময় কর্মশালায় বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ঝিনাইদহ পৌরসভার প্রশাসক রথীন্দ্রনাথ রায়,

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খালিদ হাসান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, পুলিশ প্রতিনিধি জহিরুল ইসলাম,

ইনসিডিন বাংলাদেশের নির্বাহী পরিচালক থেকে এম মাসুদ আলী,উইনরক ইন্টারন্যাশনালের মৃন্ময় মহাজন,

ইনসিডিন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার অ্যাডভোকেট মোঃ রফিকুল আলম,

ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা আসিফ কাজল, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবুল,

জেলা রিপোর্টার্স ইউনিটের সভাপতি এম এ কবির, মানবাধিকার কর্মী আব্দুর রহমান এবং উই এর নির্বাহী পরিচালক শরিফা খাতুন।

কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি,

সাংবাদিক, মানবাধিকার কর্মী,মসজিদের ইমাম,শিক্ষক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ঢাকা আহসানিয়া মিশনের আশ্বাস প্রকল্প কর্মশালাটির সহায়তা করেন।

কর্মশালায় বলা হয়, মানব পাচার প্রতিরোধ করতে হলে এ সংক্রান্ত আইনের কঠোর বাস্তবায়ন করতে হবে।

এছাড়াও এ জাতীয় রেফারেল ব্যবস্থার কাঠামোর মূল কাজ হবে মানব পাচারের শিকার ব্যক্তির নারী ও পুরুষের যথাযথ সেবা প্রদানসহ সেবা প্রদানকারী সংস্থাসমূহের মধ্যে একটি সমন্বয় কাঠামো তৈরি করা।

এজাতীয় তদারকির দায়িত্বে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের অধীন গঠিত “মানব পাচার দমন সংস্থা”।

সভায় বক্তাগণ বলেন মানব পাচারের শিকার ব্যক্তিকে উদ্ধার করে তাকে ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি তার মানসিক,

সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার পদক্ষেপসমূহ নিয়ে একই ছাতার নিচে সেবার ব্যবস্থা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *