জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক ও সাবেক সাধারণ সম্পাদকসহ ৫ নেতাকে দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার সকালে জীবননগর থানা বিএনপি ও যুবদলের এক যৌথ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
চুয়াডাঙ্গার জীবননগর থানা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন
ও সাধারণ সম্পাদক শাহজান আলী এবং থানা যুবদলের আহবায়ক ময়েন উদ্দিন ময়েন ও সদস্য সচিব কামরুজ্জামান সাক্ষরিত দলীয় প্যাডে লিখিত ভাবে জানানো হয়েছে যে,
মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদের বিনা মুল্যের জৈব সার বিতরণ
ও সার সরবরাহের ব্যাপারে অনধিকার প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে উপজেলার বাঁকা ইউনিয়নের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিস্কৃত নেতারা হলেন – জীবননগর বাঁকা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি খাদেমুল হক খোকন,সাধারণ সম্পাদক আবুল বাসার,

সাবেক সাধারণ সম্পাদক মুন্সি আবুল কাশেম ও বাঁকা ইউনিয়ন যুবদলের আহবায়ক রাজা মালিতা।
এদিকে এসব বিতর্কিত নেতাদের অনেক দিন পর হলেও বহিষ্কার করায় স্থানীয় নেতাকর্মিদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শান্তিপ্রিয় নেতাকর্মিরা এ বহিষ্কারকে সাধুবাদ জানিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। আবার অনেকেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের মতামত ব্যক্ত করেছেন।
উল্লেখ্য যে,বহিস্কৃত নেতারা দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলা ভংগ করে এলাকায় নানা বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। তাদের নানা অপকর্মে দল যেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ছিলেন।
অন্যদিকে এলাকার মানুষ তাদের কার্যক্রমে আতঙ্কিত ছিল।