ঝিনাইদহ প্রতিনিধি:-
ঝিনাইদহে মহশেপুরে নারীদের নিয়ে সামাজকি যোগাযোগ মাধ্যম ফসেবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ঝাড়ু মছিলি ও মানববন্ধন অনুষ্ঠতি হয়ছে।
মঙ্গলবার বিকালে উপজেলার ফতেপুর বাজারে এ মানববন্ধন করেন ফতেপুর ইউনিয়ন মহিলা দল।
সেসময় ইউনযি়ন মহিলা দলের নেত্রী শিরিনা খাতুন, পারুল আক্তার, মহশেপুর উপজলো বএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দন,
ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মীর কবির হোসন সহ পাঁচ শতাধকি নারী পুরুষ হাতে ঝাড়ু নিয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেয়।
সে সময় তারা জানান, গেল ২৫ জানুয়ারি মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠতি হয়।
ওই কর্মীসভা ঘিরে ফতেপুর গ্রামের মৃত নুর আলী দফাদারের ছেলে আওয়ামী লীগ নেতা আজগর আলী ভুলু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশ্লীল ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট করেন ।
তারই প্রতিবাদে মঙ্গলবার বিকালে ফতেপুর বাজারে ইউনিযন মহিলা দলের উদ্যোগে এ ঝাড়ু মিছির অনুষ্ঠিত হয়। এছাড়াও বক্তারা আগামী ২৪ ঘন্টার ভিতর অভিযুক্ত আজগর আলী ভুলুকে গ্রেপ্তারের দাবি জানান। গ্রেফতার না হলে বড় কর্মসূচি ঘোষণা দেওযার আল্টিমেটাম দেন মানববন্ধন থেকে।