জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় আমদানি নিষিদ্ধ
ফেনসিডিল,মদ,গাঁজা ও ট্যাপেনডোটোল ট্যাবলেট উদ্ধার করেন।
এ সময় একজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১ টা থেকে শুক্রবার বিকাল সাড় ৩ টা পর্যন্ত বিজিবি সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করেন।
ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অন্তর্গত রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা বৃহস্পতিবার রাত ১১ টার দিকে অভিযান
চালিয়ে সিংনগর মাঠে পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেন।
এদিকে উথলী বিজিবি ক্যাম্পের সদস্যরা শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সিংনগর গ্রামের হোটেল মোড়ে পাকা রাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন ভ্যান চালককে আটক করেন।
বিজিবি সদস্যরা ভ্যান চালক ফারহান হোসেনের(২০) নিকট থেকে ৯৮০ পিচ ট্যাপেনটোডোল ট্যাবলেট উদ্ধার করেন।
ফারহান হোসেন উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী গ্রামের তুফান মন্ডলের ছেলে।
এদিকে একই দিন বিকাল সাড়ে তিনটার দিকে গয়েশপুর বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান
পরিচালনা কালে গয়েশপুর গ্রামের মাঠের একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় দু’কেজি গাঁজা উদ্ধার করেন।
বিজিবি সদস্যরা আটককৃত ফারহান হোসেনকে জীবননগর থানায় আটককৃত ট্যাপেনটোডোল
ট্যাবলেটসহ সোপর্দ করেন।
ঘটনার ব্যাপারে জীবননগর থানায় মাদক আইনে একটি মামলা ও সাধারন ডাইরী করা হয়েছে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,বিজিবি ফারহান হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে থানায় সোপর্দ করেছেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।