ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজলের মায়ের মৃত্যুতে কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের শোক প্রকাশ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

৫ ছেলে সহ অসংখ্য গুনাগ্রীকে রেখে না ফেরার দেশে চলে গেলেন ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি  আসিফ কাজলের মাতা  জরিনা বেগম(৭৫)।  শুক্রবার  ভোর রাতে নিজ বাড়ি বংকিরা গ্রামে মারা যান তিনি।

পারিবারিক সুত্রে জানা যায়,জরিনা খাতুন ছিলেন ডায়াবেটিকসের রোগী।এ ছাড়া কয়েক ধরে ঠান্ডার সমস্যায় ভূগছিলেন।  শুক্রবার মধ্য  রাতে  একটু  সমস্যা দেখে দেন।

সে সময় ডাক্তারের পরামর্শ নিলে একটু সুস্থ্য হন। তবে ভোর রাতে বাথরুমে গিয়ে আবারও অসুস্থ্য হয়ে পড়েন।

এর কিছুক্ষণ পর তিনি সবাইকে কাদিয়ে চলে যান না ফেরার দেশে। মৃত্যকালে ওনার বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি ৫ ছেলে সহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। জরিনা খাতুনের মৃত্যুর খবরে অসংখ্য আত্মীয় স্বজন ও গুনাগ্রাহীরা এক নজর তাকে দেখতে বংকিরার বাড়িতে ভীড় করেন।

প্রেস ক্লাব সভাপতির মায়ের  মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন কোটচাঁদপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মঈন উদ্দীন খান,  সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বাশার, সহ-সভাপতি মোঃ আনোয়ার জাহিদ জামান,

সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক  মোঃ রমজান আলী,সাংবাদিক আব্দুস সোবহান জনি, গোলাম মোস্তফা,

মোস্তাফিজুর রহমান আপেল,  জাহাঙ্গীর আলম,  আবু সাইদ শওকত,  শামীম রেজা, মামুনর রশীদ সুমন,  আবুল হাসান, আশরাফুজ্জামান,

আবু সুফিয়ান শান্তি, আকিবুল ইসলাম সাজু,  আসাদুল ভূঁইয়া, মাসুম বিল্লাহ, ইউসুফ আলী মিলন,

বাবুল  হোসেন  হুমায়ুন  কবির, রোকনুজ্জামান, শহিদুল ইসলামসহ কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্য। শনিবার বাদ আসর মরহুমার নামাজা অনুষ্ঠিত হয়।এরপর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *