জীবননগর নুতনপাড়া ও হরিহরনগর সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার


জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া ও হরিহরনগর সীমান্তে বিজিবির মাদক বিরোধী অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে শনিবার রাত সাড়ে ১২ টার পর্যন্ত বিজিবি এ অভিযান পরিচালনা করেন। এছাড়াও মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশী নাগরিককে ভারতে অনুপ্রবেশ কালে আটক করেন।

ঝিনাইদহের মহেশপুর খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অন্তর্গত বেনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হরিহরনগর মাঠের ভিতরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মাঠের ভিতরে একটি আম বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এদিকে নতুনপাড়া বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা শুক্রবার দিনগত শনিবার রাত সাড়ে ১২ টার দিকে নতুনপাড়া সীমান্তের মাঠের ভিতরে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা শুরু করেন। এ সময় বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মাদক চোরা কারবারীরা ভারতীয় মদের একটি চালান দেশের অভ্যন্তরে প্রবেশ  করানোর জন্য মাঠের ভিতরে অবস্থান করছে।

বিজিবি সদস্যরা এ সংবাদের ভিত্তিতে নতুনপাড়া মাঠের জনৈক রায়তুল্লাহের আম বাগানে অভিযান চালিয়ে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

এ ছাড়াও ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কুমিল্লাপাড়া,বাঘাডাঙ্গা,পলিয়ানপুর ও কুসুমপু্র

সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ কালে ১২ জন বাংলাদেশী নাগরিককে
গ্রেফতার করে।

গ্রেফতারকৃত বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বিজিবি সুত্র জানিয়েছে, ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের অন্তর্গত সকল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান অব্যাহত আছে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান জিরো টলারেন্স করতে বিজিবি সকলের সহযোগীতা কামনা করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *