ঝিনাইদহে আওয়ামীলীগের তিন চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরণ

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ:-

ঝিনাইদহের তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সোমবার সকালে  ঝিনাইদহ আদালতে হাজির হলে আদালত  তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশ  প্রদান করেন। 

ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় এবং  জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদের বাড়িতে অগ্নিসংযোগ মামলায় সাধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নাজির উদ্দিন,

কুমড়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম  ও হরিশঙ্করপুর  ইউনিয়ন  পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুমকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয়া হয়।

জেলা বিএনপি’র সভাপতি এম এ মজিদ আরও বলেন ফ্যাসিবাদি সরকার শেখ হাসিনার আমলে
কাজী নাজির উদ্দিন,

সিরাজুল ইসলাম ও আব্দুল্লাহ আল মাসুম তিন জন একই কাতারে থেকে পুলিশ দিয়ে সাধারণ মানুষ কে হয়রানীর পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা কামাই করেছে।

বিএনপি, জামায়াতের কোনো লোককে রাতের বেলা ঘরে ঘুমাতে দেইনি।

দিনের বেলা স্ব স্ব ইউনিয়ন নেতাকর্মীর বাড়ি পায়চারী করে খোঁজখবর নেয়া,

রাতে কোন স্হানে অবস্হান করে, কি ভাবে তাদের পুলিশ দিয়ে অকারণে ধরিয়ে টাকা কামানো যায়, এই ছিল তিন চেয়ারম্যান  নাজির, সিরাজুর ও মাসুমের মূল কাজ।

তবে গ্রেফতারকৃত চেয়ারম্যানের পরিবারের দাবী তারা প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতিহিংসার শিকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *